কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলায় সাধারণ শিক্ষার্থীসহ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকশত শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে, আন্দোলনকারীদের নিয়ে বিভিন্ন মন্তব্য এবং মতামত তুলে ধরছেন দেশের সাধারণ মানুষ, নায়ক-গায়ক ও ক্রীড়াবিদরা। জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও এই আলোচনায় পিছিয়ে নেই। তবে বাংলাদেশের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, বিশেষ করে তামিম ইকবাল, এ বিষয়ে কোনো মন্তব্য বা পোস্ট না করায় সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।